হার্টবিট ডেস্ক
বুধবার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের প্রতিটি নাগরিক হেলথ কার্ডের মাধ্যমে যেকোনও স্থান থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, প্রায় ১৫শ’ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে পুরো স্বাস্থ্যসেবাকে ডিজিটালাইজড করা হবে। প্রতিটি নাগরিক হেলথ কার্ডের মাধ্যমে যেকোনও স্থান থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। চিকিৎসা সেবার যাবতীয় তথ্য কার্ডে সংরক্ষিত থাকবে।
আয়োজিত অনুষ্ঠানে বিগত সাড়ে চার বছরে স্বাস্থ্য খাতে সরকারের কার্যক্রম উল্লেখপূর্বক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা ডিজিটালাইজড করার প্রকল্পটি পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া নিজস্ব ভ্যাকসিন প্ল্যান্ট, ঊউঈষ (রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি) সক্ষমতা বৃদ্ধি এবং ঢাকা মেডিক্যাল কলেজের আকার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণে ৮ বিভাগে ক্যানসার, হৃদরোগ এবং কিডনি রোগের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। দেশে অসংক্রামক রোগের প্রভাব বৃদ্ধি পেয়েছে। অ্যান্টিবায়োটিকের ঢালাও ব্যবহার রোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যে মন্ত্রণালয়ের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি এটা অস্বীকার করা যাবে না। ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্রতিটি হাসপাতালেই সর্বোচ্চ সেবার ব্যবস্থা রয়েছে। সারা দেশে আইসিইউর সংখ্যা ১২০০, আরও ৩০০ নতুন যুক্ত হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ করতে হবে, স্থানীয় সরকার এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। তাদের আমরা তথ্য দিয়ে সহায়তা করছি।
এছাড়া, বিগত সাড়ে চার বছরে স্বাস্থ্য খাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চারটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইন পাস হয়েছে, শিগগিরই এগুলোর কাজ শুরু হবে। প্রতিটি মেডিক্যাল কলেজের ডায়ালাইসিস বিভাগের শয্যা দ্বিগুণ করা হয়েছে। জেলা পর্যায়ে পিসিআর ল্যাব স্থাপন শেষের পথে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
Discussion about this post