হার্টবিট ডেস্ক
জাতীয় কবি নজরুল পদক-২০২৩ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
গতকাল রোববার (২১ মে) ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডা. মো. শারফুদ্দিন আহমেদকে এ পদক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
এরপর বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় কবির স্মৃতি সংরক্ষণ, পরিচর্চা ও জাতীয় কবিকে স্মরণে রাখার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে (কেবিন-১১৭) নজরুল ইসলাম স্মৃতিকক্ষ হিসেবে রূপদান করেন। এই কক্ষে জাতীয় কবি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৪তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ পদক হাতে তুলে দেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
Discussion about this post