হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য প্রস্তাবিত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। হাসপাতাল নির্মাণের কাজ শুরু করার জন্য এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) থেকে নগরের চট্টেশ্বরী সড়কের গোঁয়াছি বাগান এলাকায় এ অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চমেক হাসপাতালে পেছনের অংশ এবং চট্টেশ্বরী সড়কের পাশে গোঁয়াছি বাগান এলাকায় প্রায় এক একর জায়গায় নির্মাণ করা হবে বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এতে ১৫০টি শয্যা থাকবে। এরমধ্যে ২০টি আইসিইউ, শিশুদের জন্য ৫টি এনআইসিইউ, ২৫টি এইচডিইউ শষ্যা। থাকবে ২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।
এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১৮০ কোটি টাকা। রোগী আসা যাওয়ার সুবিধার জন্য তিনটি রাস্তা থাকবে। ৬তলা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রথম তলায় থাকবে ইমার্জেন্সি ওয়ার্ড এবং ওপিডি, দ্বিতীয় তলায় তিনটি অপারেশন থিয়েটার (ওটি), নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), তৃতীয় তলায় হাইডিপেন্সি ইউনিট (এইচডিইউ), ৪র্থ এবং ৫ম তলায় ওয়ার্ড, ৬ষ্ঠ তলায় ওয়ার্ড এবং অফিস।
এদিকে, গত ১২ মার্চ প্রকল্প এলাকায় প্রাথমিক কারিগরি কার্যক্রম পরিদর্শন করে সমঝোতা স্বাক্ষর করে চীনা প্রতিনিধিদল। ১৩ মার্চ এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়।
Discussion about this post