হার্টবিট ডেস্ক
দেশের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন ,শেখ হাসিনাকে দীর্ঘদিন বিদেশে থাকতে হয়েছে। দেশে আসার পর শেখ হাসিনা ২১ বছর সংগ্রাম করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য। এখন তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। ১০০টি মেডিকেল কলেজ, চারটি বিশ্ববিদ্যালয়, অনেক ইনস্টিটিউট হয়েছে। জেলা হাসপাতাল করা হয়েছে ২৫০ বেডের। সকলক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থায়ও অনেক উন্নয়ন পেয়েছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাইমারি হেলথ্ কেয়ার অনেক দূর এগিয়ে গেছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
Discussion about this post