হার্টবিট ডেস্ক
বর্ণাঢ্য আয়োজন ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের বিজয়ের ৫১ বছর পূর্তির এ আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম।
শুক্রবার (১৬ ডিসেম্বর) কর্মসূচির শুরু হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সংস্থাটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান পতাকা উত্তোলন করেন। এ সময় সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা। পরে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় ভাইস চেয়ারম্যান নূর-উর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিকামী বাঙালি রক্তক্ষয়ী সংগ্রামের দিকে ধাবিত হয় এবং স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য রাজিয়া সুলতানা লুনাসহ বিভিন্ন বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, রাজধানীর খিলগাঁও, মোহাম্মদপুর ও সারাদেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
Discussion about this post