হার্টবিট ডেস্ক
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ২৮৫ চিকিৎসককে চাকরিতে স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নোক্ত ২৮৫ জন কর্মকর্তার চাকরি বিসিএস নিয়োগ বিধি ১৯৮১ এর বিধি ৭(১) ও ৭(২) এবং ৮(এইচ) অনুসারে তাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে স্থায়ী (কনফার্ম) করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো’, বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post