হার্টবিট ডেস্ক
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. মুজতাহিদ মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিম্নবর্ণিত শর্তাবলীসহ দরখাস্ত আহবান করা হচ্ছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারি-বেসরকারি ইনস্টিটিউটে ভর্তিচ্ছুক সকল ছাত্র-ছাত্রীর জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক।’
এতে বলা হয়েছে, ‘যে সকল প্রার্থী ও-লেভেল বা বিদেশ থেকে পাস করেছেন তাদের দুই হাজার টাকার পে-অর্ডার জমা প্রদান করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) কাছ থেকে Marks Equivalence Certificate (নম্বর সমতাকরণ সনদ) ও আইডি কোড (ID Code) সংগ্রহ করতে হবে এবং বিভাগীয় (Departmental) প্রার্থীরা পূর্বেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা) পরিচালকের কাছ থেকে আইডি কোড (ID Code) সংগ্রহ করবেন। এগুলো ছাড়া অনলাইন ফরম পূরণ করা যাবে না।’
ভর্তির যোগ্যতা
২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সময়সীমার মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে।
অনলাইনে আবেদন
১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ১১ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত চলবে। ২৩-২৬ জানুয়ারি পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আবেদন ফি
ভর্তির আবেদন ফি ৭০০ টাকা। (প্রি-পেইড টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে)।
এতে আরও বলা হয়েছে, ‘ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা একই সাথে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি ম্যাটস/ আইএইচটি সমূহের অধ্যক্ষের দপ্তর হতে জানা যাবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট (www.dghs.gov.bd) হতে ফরম পূরণের নিয়মাবলিসহ অন্যান্য তথ্য জানা যাবে। এ ছাড়া টেলিটক বাংলাদেশ লি-এর নিকট হতে তথ্য জানা যাবে।’
‘ভর্তি সংক্রান্ত যে কোনও বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে’, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।’
Discussion about this post