হার্টবিট ডেস্ক
নতুন ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ ঘিরে বিভিন্ন করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ ও সেখানে গ্রামের সাধারণ মানুষের জন্য বিশেষত মাতৃত্বকালীন সেবার মান বৃদ্ধি করাসহ মাতৃমৃত্যু হার আরো কমাতে প্রাতিষ্ঠানিক সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোর্শেদ প্রমুখ।
Discussion about this post