হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিএসএমএমইউ’র এবারের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষার ফল দ্রততম প্রকাশ করা হয়েছে।
এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় এক হাজার ১৪ টি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ১৭৪ জন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
Discussion about this post