হার্টবিট ডেস্ক
মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে জন্য আউটসোর্সিংয়ে ২১৮ জন সেবা কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরাধীন কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টার, মানিকগঞ্জের জন্য আউটসোর্সিং এর মাধ্যমে সেবা ক্রয়ের সম্মতি প্রদান।’
এতে বলা হয়েছে, ‘ উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তরাধীন ৫০০ শয্যা বিশিষ্ট কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টার, মানিকগঞ্জে প্রতিদিন ৫০০-৭০০ জন রোগী ভর্তি থাকে। উক্ত হাসপাতালে ৪র্থ শ্রেণির কোনো জনবলের পদ সৃষ্টি করা হয়নি বিধায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বক্ষণিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক সেবা কর্মী নিয়োগের অনুমতি প্রদানের জন্য সুত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে।’
এতে আরও বলা হয়েছে ‘এমতাবস্থায়, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টার, মানিকগঞ্জের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা,২০১৮ অনুযায়ী ২১৮ জন সেবা কর্মীর সেবা ক্রয়ের জন্য সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
Discussion about this post