হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষার্থী চিকিৎসকদের নির্ধারিত সময়ের আগেই বাসা থেকে বের হবার পরামর্শও প্রদান করেন তিনি। এ ছাড়াও পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনাবলি ভালো করে দেখার জন্যও পরামর্শ প্রদান করেন তিনি।
রাজধানী ঢাকার দুইটি কেন্দ্র বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় মোট ৯ হাজার ১৭৪ জন চিকিৎসক অংশগ্রহণ করবেন।
সভায় বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post