হার্টবিট ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত করেছে আইডিএফ। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে ভিডিও বার্তায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় অনেকের মধ্যে আইডিএফের বিদায়ী প্রেসিডেন্ট অধ্যাপক অ্যান্ড্রু বোল্টন, অধ্যাপক আক্তার হোসেন, লিসবনের মেয়র কার্লোস ময়েদা, বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত তারিক আহসান বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন দেশের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক আকতার হোসেনের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্মাননা পত্রটি গ্রহণ করেন রাষ্ট্রদূত তারিক আহসান।
রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।
ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সহযোগিতা এবং জীবনযাপন উন্নয়নে অসামান্য অবদানের জন্য স্বীকৃতির স্বরূপ এই প্রথম কাউকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিসের সম্মানসূচক উপাধিতে ভূষিত করা হলো। আগামী দুই বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস রোগে আক্রান্ত বিশ্বের সব মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবেন।
Discussion about this post