হার্টবিট ডেস্ক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কাটাছেঁড়া ছাড়া হার্টের ভাল্ব প্রতিস্থাপন অব্যাহত রয়েছে। এবার ষষ্ঠবারের মতো এ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ১ ডিসেম্বর সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন আজ সোমবার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোগীর বুক না কেটে এবং অজ্ঞান না করেই অস্ত্রোপচার ব্যাপক চ্যালেঞ্জিং ও চমকের বিষয়। সারা বিশ্বের নব্বই ভাগ কার্ডিওলজিস্টরাই এ অস্ত্রোপচারগুলো করে থাকেন। এ টিমে সার্জন, অ্যানেসথেটিক থাকেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক বলেন, বিকাল ৩টায় শুরু হয়ে এ অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। এ নিয়ে এই ইনস্টিটিউটে ষষ্ঠবারের মতো কাটাছেঁড়াবিহীন হার্টের ভাল্ব প্রতিস্থাপন হলো। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কাটাছেঁড়াবিহীন উপায়ে একজনের হার্টের ভাল্ব প্রতিস্থাপন করা হয়।
অধ্যাপক মীর জামাল উদ্দিন বলেন, বেসরকারি পর্যায়ে এ ধরনের চারটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে ইউনাইটেড হাসপাতালে দুইটি, অ্যাপোল হাসপাতালে একটি ও স্কয়ার হাসপাতালে একটি হার্টের ভাল্ব প্রতিস্থাপন হয়।
Discussion about this post