হার্টবিট ডেস্ক
শীত শুরুর সঙ্গে সঙ্গে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। গত দুই দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালেই মৃত্যু হয়েছে ২৫ শিশুর। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৪ জন। মৃত শিশুদের বয়স ১ থেকে ২৮ দিন।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে করে হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি জানান, মৃত ২৫ শিশুর সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
তিনি আরও জানান, বর্তমানে ওয়ার্ডটিতে ৬২৩ জন নবজাতক ও শিশু ভর্তি আছে। তাদের বেশিরভাগই শীতজনিত সমস্যায় ভুগছে। তাদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে।
Discussion about this post