হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে যাত্রা শুরু করেছে মডেল ফার্মেসি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফার্মেসি উদ্বোধন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
এসময় তিনি বলেন, মডেল ফার্মেসি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ওষুধের গুণগত মান বজায় রাখতে মডেল ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোগীদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি আদর্শ মডেল ফার্মেসির সকল গুণাগুণ প্রদর্শন করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ল্যাব এইড। রাজধানীর পর চট্টগ্রামেও স্বাস্থ্যসেবায় ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম ল্যাব এইড হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, রোগীরা যাতে মানসম্মত ও সহজে ওষুধ পেতে পারেন সেজন্য এই মডেল ফার্মেসি গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, চট্টগ্রাম ল্যাব এইড হাসপাতালের ম্যানেজার কিশোর কান্তি দাশ, ম্যানেজার (কমার্শিয়াল) মো. আশরাফ সিদ্দিকি, ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) আক্কাস উদ্দিন প্রমুখ।
Discussion about this post