হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হৃদরোগ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে ।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এ হাসপাতালের উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘সরকার স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। এ লক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে নানা উদ্যোগ নিয়েছেন। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।’
মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম এখনও পিছিয়ে আছে। তবে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক চালু করাসহ নানা উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি সবার জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছেন।’ এসময় মন্ত্রী চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল যেন বড় লোকদের জন্য নয়; সাধারণ মানুষদের জন্য হয় সেদিকে নজরে রাখতে এবং হৃদরোগের সব সেবা যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য হার্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের দৃষ্টি রাখার আহ্বান জানান।
সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে দুর্বলতা আছে তা চিকিৎসার সাথে যারা জড়িত আছেন তারা সবাই জানেন। করোনা মহামারির সময় আমরা কেমন অসহায়ত্বের শিকার হয়েছিলা। এটি মানতে হবে। তবে বিশ্বাস করি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, একটা হাসপাতালে কেবল অবকাঠামোগত উন্নয়ন বা বিশাল ক্যাম্পাস হলে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা চিকিৎসাসেবা দিবে বা যারা চিকিৎসাসেবার দায়িত্বে থাকবেন তাদের সার্ভিস সেন্টার, তাদের পেশেন্ট সার্ভিস মেন্টালিটি এখানে গুরুত্বপূর্ণ। এটা যেহেতু অলাভজনক প্রতিষ্ঠান হবে সেহেতু এটার আয়ও যাতে হাসপাতালে ব্যবহার করা হয়।’
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. আহমদ কায়কাউস বলেন, ‘হাসপাতালের জন্য ইতোমধ্যে আমরা জঙ্গল সলিমপুরে ৭ একরের বেশি জমিও বরাদ্দ পেয়েছি। আশা করছি সকলের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে হাসপাতাল স্থাপনের কাজ শুরু করতে পারবো।
প্রথমে নগরের গোল পাহাড়স্থ মেরী স্টোপস ক্লিনিকের পাশে একটি ভাড়া বাসায় হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হবে ৷ এরপর সেটি নগরের খুলশীতে অবস্থিত হলি ক্রিসেন্ট হাসপাতালে অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে। পরে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে স্থায়ীভাবে হাসপাতালটি চালুর পরিকল্পনা আছে জেলা প্রশাসনের।
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সদস্য এসএম আবু তৈয়বের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
Discussion about this post