হার্টবিট ডেস্ক
৪১তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জনের আসন বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল স্বাক্ষরিত এক আবেদনপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৭ নভেম্বর ২০১৯ ৪১তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী ডেন্টাল সার্জন এর শূন্য পদ সংখ্যা ৩০টি উল্লেখ্য করা হয়। সেই অনুযায়ী গত ১৯ মার্চ ২০২১ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১ সেপ্টেম্বর ২০২১ সালে ফলাফল প্রকাশিত হয়। সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৯ নভেম্বর ২০২১ সালে আরম্ভ হয় এবং ১০ নভেম্বর ২০২২ তারিখে ফলাফল প্রকাশিত হয়। বিধিমালা ২০১৪ অনুসরনে ২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ডেন্টাল সার্জন পদে আনুমানিক ২০০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বর ২০২২ এর ১ম সপ্তাহে শুরু হতে পারে।
এতে আরও বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯ এর বাংলাদেশ সরকারী কর্মকমিশন এর নথি নং- ৮০,০০,০০০০.২০০,৪৬,০৩৫,১৯-৭৩৪ ও ২৭ নভেম্বর ২০১৯ মোতাবেক বিশেষ নির্দেশাবলি ১.১ উপধারা অনুযায়ী নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, কর্মকর্তার অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে উল্লিখিত যে কোনো ক্যাডারের শূন্য পদসংখ্যা পরিবর্তন হতে পারে। ইতিমধ্যে, স্বাস্থ্য 8 পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ ক্রমে নং ৪৫, ১৪৩,০৮০,০৭,০০.০০১.২০২০-১৪২ ও ১ মার্চ ২০২১ তারিখে ১৯ জন সহকারী ডেন্টাল সার্জনকে ৬ষ্ঠ গ্রেড প্রদান করায় ১৯ টি পদ শূন্য হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) এর গত ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৪১টি পদ ৪১তম বিসিএস এর জন্য সংরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিসিএস ক্যাডারে প্রবেশ বা ভিত্তি পদের সংখ্যার বিবরণীর প্রতিবেদন প্রকাশ করেন। ইতিমধ্যে কর্মকর্তার অবসর গ্রহণ, নতুন পদ সৃষ্টিসহ বর্তমানে আরও কিছু প্রবেশ পদ শূন্য হয়েছে।
এতে আরও বলা হয়, নতুন শূন্য পদসমূহ ৪১তম বিসিএস পরীক্ষায় সংযুক্ত করার জন্য ইডেন্টিট্টি প্রফেশনের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে সুপারিশ প্রেরণের জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
Discussion about this post