হার্টবিট ডেস্ক
৫-১১ বছরের শিশুদের প্রথম ও দ্বিতীয় ডোজ করোনা টিকাদান কার্যক্রমের সুবিধার্থে ঢাকার দুই হাসপাতালকে স্থায়ী কেন্দ্র নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শামসুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা উত্তর সিটির জন্য ডিএনসিসি করোনা হাসপাতাল ও দক্ষিণ সিটির জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল স্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চলমান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ এরই মধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। তবে যেসব শিশু টিকা নিতে পারেনি সেসব শিশুদের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদানের নিমিত্তে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য ডিএনসিসি হাসপাতাল, মহাখালী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল স্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।’
এতে আরও বলা হয়, শিশুদের প্রথম ডোজ গ্রহণের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সম্মতিক্রমে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকার সিভিল সার্জন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ও ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post