হার্টবিট ডেস্ক
দেশে ক্যানসারসহ বিভিন্ন রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ সোমবার (২১ নভেম্বর) বিএসএমএমইউতে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউতে রোগীদের সেবার জন্য সব সময় আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে আসছে। ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। এর পাশপাশি ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘবে লেটেস্ট প্রযুক্তি যুক্ত করা হবে। আমাদের রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে বেশী মনোযোগী হতে হবে।’
তিনি বলেন, ‘ক্যান্সারসহ সবধরণের রোগের চিকিৎসায় বিশ্বমান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করেছে এবং নিত্য নতুন পদক্ষেপ নিচেছ। এসবের একটাই লক্ষ্য তা হলো কোনো রোগীকে যাতে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয় তা নিশ্চিত করা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জে.পি আগরওয়াল, বিএসএমএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল বারী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও সুপার স্পেশালাইজড হাসাপাতাল ফেজ-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার- ই- মাহাবুব প্রমুখ।
Discussion about this post