হার্টবিট ডেস্ক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথের (ব্যাকাম) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ব্যাকামের ১৫তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে এ নির্বাচন সম্পন্ন হয়।
ব্যাকামের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. শাহনাজ পারভীন ও সেলিনা ফাতেমা বিনতে শহীদ। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ট্রেজারার ডা. সিফাত ই সাঈদ ও অ্যাকাডেমিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. টুম্পা ইন্দ্রনী ঘোষ। তাছাড়া কাউন্সিলর হিসেবে ডা. এএইচএম কাজী মোস্তফা কামাল, ডা. গোপেন কুমার কুন্ডু, ডা. হাফিজুর রহমান চৌধুরী ডা. মো. ফারুক আলম, ডা. শিবলী সাদিক, ডা. রুবিনা হোসাইন, ডা. শাহরিয়ার ফারুকী ও ডা. সুস্মিতা রায় নির্বাচিত হয়েছেন।
এর আগে সোমবার (১৪ নভেম্বর) ব্যাকামের ১৫তম বার্ষিক সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও বিএসএমএমইউ মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাকামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এস আই মল্লিক, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম রব্বানী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
Discussion about this post