হার্টবিট ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা আরো বেশি শক্তিশালী হলে প্রকোপ কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।
আজ রোববার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডেঙ্গুর নতুন গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ২০১৯ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল। সেই কঠিন পরিস্থিতিও আমরা মোকাবেলা করেছি। যে কোনো চিকিৎসা প্রটোকল মেনে দিলে পরিস্থিতি মোকাবেলা করতে সহজ হয়। ডেঙ্গুর চিকিৎসা একই রকমের হওয়ায় প্রটোকল মেনে চিকিৎসা দিতে পারলে দেশের যে কোনো স্থানেই এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব।
তিনি বলেন, প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করলে গ্রাম থেকে রোগী আর ঢাকায় নিয়ে আসতে হবে না। গ্রাম থেকে ঢাকায় রোগী নিয়ে আসার মাঝের সময়টায় রোগীর অবস্থা আরও খারাপ হয়। এক্ষেত্রে প্রাথমিক পর্যায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো ভালো। ঢাকায় এখন রোগী অতিরিক্ত বোঝা হয়ে যাচ্ছে।
স্বাস্থ্য সচিব বলেন, এই মুহূর্তে সিটি, পৌরসভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এ জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। গ্রাম থেকে শুরু করে জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায় সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে স্কুল, কলেজে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের বাসায় সচেতনতামূলক বার্তা পৌঁছাতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির ও অন্যান্য চিকিৎসকরা।
Discussion about this post