হার্টবিট ডেস্ক
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগের বর্ধিত কার্যক্রম চালু হয়েছে। এ উদ্যোগের ফলে শহরের নিম্ন আয়ের মানুষ কম খরচে মানসিক স্বাস্থ্য সেবা পাবে।
এ কার্যক্রমের অংশ হিসেবে বনানীর কড়াইলের নিম্ন আয়ের সুবিধা বঞ্চিত মানুষের মানসিক রোগের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগ নির্ণয় ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি এবং সোশ্যাল সাইকিয়াট্রিক বিভাগের চিকিৎসা প্রদানকারী টিম কাজ করেছে।
এ কার্যক্রমে চিকিৎসা প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কমিউনিটি এবং সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান , মেডিকেল অফিসার ডা. দিলরুবা আঁখি এবং ডা. মেহেদী । এছাড়া সার্বিক সহায়তা প্রদান করেন প্রতিষ্ঠানের সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার মোহাম্মাদ জামাল হুসাইন, ফার্মাসিস্ট মুহাম্মাদ আব্দুস সেলিম, সিনিয়র নার্স শুক্লা রানী রায়, সেতু বিশ্বাস এবং হাসানুজ্জামান। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ডিএসকে।
Discussion about this post