হার্টবিট ডেস্ক
বাংলাদেশের চিকিৎসকদের পদোন্নতি ও ডিগ্রি অর্জনের সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার (১২ নভেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেন, চলমান নীতিমালায় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ছাড়া পদোন্নতি হয় না। এ কারণে, বিসিএস এ টেকার পরই পোস্ট গ্রাজুয়েশনে চলে যেতে চান নবীন চিকিৎসেরাা। এর ফলে উপজেলায় চিকিৎসক ঘাটতি তৈরি হয়।
তিনি বলেন, ‘পদোন্নতি নিয়ে দুশ্চিন্তা না থাকলে যে পোস্টে যতদিন যেখানে চাকরি করা আবশ্যক, ততোদিন সেখানেই সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করতো সবাই। নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে পারলে প্রান্তিক পর্যায়ে আরো ভাল চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।’
অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেন, উপজেলায় চিকিৎসকদের পদায়নের সময়ই যদি তাদের অর্ডারে লিখা থাকে যে, দুই বছর বা তিন বছর পর সে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত হবে। কিংবা তার পছন্দের জায়গায় পোস্টিং পাবে। অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে যেতে পারবে- তাহলে অবশ্যই উপজেলায় ২/৩ বছর থাকতে কেউ অনাগ্রহী হতো না। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কখনো চিকিৎসক ঘাটতি থাকতো না।
Discussion about this post