হার্টবিট ডেস্ক
ক্যান্সার আক্রান্ত হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম মারা গেছেন। শনিবার (১২ নভেম্বর) দুপুরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এই চিকিৎসক রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
ডা. শামসুল আলমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস. এম. মোস্তফা জামান।
তিনি বলেন, ডা. শামসুল আলম আমার বন্ধু ছিল। কয়েক বছর ধরেই হেপাটিক মেটাস্টাটিক ক্যান্সারে ভুগছিলেন। এর আগে গত ২ জুন ক্যান্সার আক্রান্ত এই চিকিৎসক নিজেই সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।
Discussion about this post