হার্টবিট ডেস্ক
পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ মালাউইতে কলেরার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় এই প্রাদুর্ভাবে দেশটিতে ২১৪ জন মারা গেছেন। তবে কলেরার সংক্রমণ গত মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এখন কিছুটা কমতে শুরু করেছে।
বুধবার (৯ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, আফ্রিকার এই দেশটিতে চলতি বছরের মার্চ থেকে সাত হাজার ৪৯৯ জন কলেরায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দেশটিতে ছড়িয়ে পড়া সংক্রামক এই রোগটি গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ।
এদিকে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার এই দেশটিতে নতুন করে ১৭৪ জন কলেরায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়। আর অক্টোবরের তৃতীয় সপ্তাহে দিনে কলেরা রোগী শনাক্তের সংখ্যা ছিল ২০০-এর বেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার পরিচালক স্টর্ম কাবুলুজি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এই মহামারি কার্যত সংক্রমণের ঢেউ তৈরি করেছিল এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অক্টোবরে সংক্রমণ শীর্ষে ওঠার পর এখন তা কমছে। আমরা বেশ কয়েকটি প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পর এখন এর অবসান নিশ্চিত করার জন্য কাজ করছি।’
এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায়, কলেরা সংক্রমণ প্রতিরোধে মালাউইকে ওরাল কলেরা ভ্যাকসিনের ২৯ লাখ ডোজ দেওয়া হয়েছে। মূলত টিকাদান অভিযানকে এগিয়ে নিতে দেশটিকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।
Discussion about this post