হার্টবিট ডেস্ক
দেশের আট বিভাগে নতুন আটটি আধুনিক হাসপাতাল নির্মাণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (৯ নভেম্বর) সকালে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এসব হাসপাতালগুলোতে প্রায় চার হাজার শয্যা থাকবে। হাসপাতালগুলো নির্মাণ হলে দেশের মানুষকে আর বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না।
তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় জনবল ও আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা রয়েছে। জনবলের ঘাটতি থাকলে চিকিৎসা সেবায়ও কিছুটা ঘাটতি হতে পারে, তবে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।
তিনি আরও বলেন, দেশে ডেঙ্গু রোগী বাড়ছে। তাই ডেঙ্গু রোগীদের চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। শয্যা বরাদ্দ আছে, ওষুধ আছে, চিকিৎসার জন্য যা প্রয়োজন সবই আছে।
পরে বেলা ১১টার দিকে খুলনার একটি অভিজাত হোটেলে বিভাগের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় জনবল, অবকাঠামো, যন্ত্রপাতি ও ওষুধ সংক্রান্ত সমস্যাবলি নিয়ে আলোচনা হয়। এ সমস্যাসমূহ সমাধানে সচিব ও মহাপরিচালক জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রদানকে নিশ্চিত ও বেগবান করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
কোভিডকালীন সময়ে জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান, টিকা প্রদান এবং জনসচেতনতা সৃষ্টিতে সফল ভূমিকা রাখায় স্বাস্থ্য বিভাগের সকলকে ধন্যবাদ জানান মন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানে অন্যান্য বিভাগের থেকে খুলনা বিভাগের অর্জন বেশি থাকায় খুলনা বিভাগের স্বাস্থ্য বিভাগের প্রশংসা করেন তিনি।
Discussion about this post