হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আর্য দত্ত নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
মৃত আর্য দত্তের বাড়ি চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকায়।
এদিকে, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৭১ জনে।
বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে তিন হাজার ২৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীর বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর চট্টগ্রামে ২০ জনের মৃত্যু হয়েছে।
Discussion about this post