হার্টবিট ডেস্ক
গ্রেড-২ (অতিরিক্ত সচিব সমমান) ভুক্ত সরকারি আট মেডিকেল কলেজের মধ্যে চারটি মেডিকেলের অধ্যক্ষকে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (৬ নভেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশকৃত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত আটটি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ (গ্রেড-২) পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ হতে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী সাত কর্মদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্মদিবস অপরাহ্নে Stand Release বলে গণ্য হবেন। বদলিকৃত কর্মকর্তাগণ অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।’
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক ডা. মো. জামাল সালেহ উদ্দীন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক ডা. মো. নুরুল হুদা লেনিন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক ডা. মো. আবদুল কাদেরকে দ্বিতীয় গ্রেডে পদায়ন করা হয়েছে।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।’
Discussion about this post