হার্টবিট ডেস্ক
আগের চেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। আগামী মাসের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি সেব্রিনা ফ্লোরার পারিবারিক সূত্র গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, মীরজাদী সেব্রিনা ভালো আছেন। তাঁর জ্বর নেই। চিকিৎসকেরা তাঁকে মাস্ক না পরেই থাকতে বলেছেন।
প্রসঙ্গত, আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টমি করা হয়েছিল। তাঁকে দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
জনস্বাস্থ্যের বিষয়গুলো সহজবোধ্য ও স্পষ্ট করে ব্যাখ্যা করার ক্ষেত্রে মীরজাদী সেব্রিনার অনেক সুনাম আছে। মহামারির শুরুর দিকে তিনি ছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক। তিনি সেই সময় প্রতিদিন দুপুর ১২টায় মহামারির সর্বশেষ পরিস্থিতি ও করণীয় বিষয়ে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হতেন। নির্দিষ্ট সময়ে উপস্থিতি ও স্পষ্ট বক্তব্যের কারণে মীরজাদী সেব্রিনা জনপ্রিয় হয়ে ওঠেন।
Discussion about this post