হার্টবিট ডেস্ক
অন্যান্য রোগের মত থাইরয়েডের সমস্যাও দিন দিন বাড়ছে। পরিসংখ্যান অনুসারে, পুরুষদের তুলনায় নারীদের থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর থাইরয়েডের সমস্যা হলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও ভীষণ ক্লান্তি কাজ করতে পারে। কিন্তু থাইরয়েডে সমস্যা আছে কিনা তা বুঝবেন কিভাবে?
চিকিৎসকরা বলেন নিম্নোলিখিত লক্ষণগুলো দেখলেই বুঝবেন থাইরয়েডের সমস্যা হতে পারে:
- অল্প পরিশ্রম কিংবা কসরতে ক্লান্ত হয়ে যান? বিশেষজ্ঞদের মতে ক্লান্তি থাইরয়েডের অন্যতম প্রাথমিক লক্ষণ। একটানা এমন সমস্যা থাকলে থাইরয়েড পরীক্ষা করুন।
- অনেকেরই সারা বছর সর্দি-কাশি লেগে থাকে। এমন প্রবণতা দেখা দিলে সতর্ক হতেই হবে।
- অনিয়মিত পিরিয়ড অনেক সময় থাইরয়েডের সমস্যার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। প্রথম দুই মাস এমন সমস্যা দেখা দিলে থাইরয়েড পরীক্ষা করাবেন।
- হজমশক্তি কমে যাওয়ার দরুন দ্রুত ওজন বাড়তে পারে। এটিও থাইরয়েডের সমস্যা থেকে হতে পারে। এমন দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- ফিট থাকতে একটু হাঁটুন
- সঠিক পরিচর্যার পরও চুল ঝরছে? থাইরয়েডের সমস্যা থেকে এমনটা হতে পারে।
Discussion about this post