হার্টবিট ডেস্ক
দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য বিষয়ক পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান মিজ জুং চু সু ও দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডর লি জ্যাং কিউন নেতৃত্বে সাত সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার এ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুপার স্পেশালাইজড হাসপাতালে পৌঁছালে বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের পক্ষে তাদের পরিচালক ব্রি. জে. ডা. আব্দুল্লাহ আল হারুন ও সুপার স্পেশালাইজড-২ (বেতার ভবন) প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং তারা নির্মাণ কাজের সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শন শেষে তারা বিএসএমএমইউর ভিসির সঙ্গে সৌজন্য বৈঠক করেন। সেখানে সুপার স্পেশালাইজড হাসপাতাল ও সুপার স্পেশালাইজড-২ (বেতার ভবন) নির্মাণ কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। বিএসএমএমইউ ভিসি কোরিয়ার সরকার এবং কোরিয়ার এক্সিম ব্যাংককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কোরিয়ার এ প্রতিনিধি দল তাদের সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে ভবিষ্যতেও আর্থিক ও কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সভা শেষে ভিসির সাথে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
বৈঠকে বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. আব্দুল্লাহ আল হারুন, সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহবুব, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ ও অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post