হার্টবিট ডেস্ক
দেশের চারটি সরকারি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ডা. মো. মহিউদ্দিন মাতুববরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে, ডা. মো. হারুন অর রশিদকে চাঁদপুর মেডিকেল কলেজে, ডা. মো. আব্দুল কাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ও ডা. মো. জামাল সালেহ উদ্দীনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অষ্টম কর্মদিবস অপরাহ্নে স্টান্ড রিলিজ বলে গণ্য হবে।
নোটিসে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের উল্লেখিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশকৃত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চারটি সরকারি মেডিকেল কলেজে অধ্যক্ষ (গ্রেড-২) পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ হতে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থল বদলি/ পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post