হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ৩৭ ও সরকারি হাসপাতালে ৪৮ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে অক্টোবর মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ৯৫৯ জন মহানগরীর ও ৭১৭ জন উপজেলার বাসিন্দা।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
তিনি বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৬৭৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৩৪৬ জন, নারী ৭০২ জন ও শিশু ৬২৮ জন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন এক হাজার ৬৪৮ জন রোগী।
ডেঙ্গুতে মারা যাওয়া ১৪ জনের মধ্যে তিন জন পুরুষ, সাত জন মহিলা ও চার জন শিশু।
উপজেলা পর্যায়ে ৭১৭ জন আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ৩৫, সাতকানিয়ায় ৬২, বাঁশখালীতে ৩১, আনোয়ারায় ২৪, চন্দনাইশে ১৯, পটিয়ায় ৭১, বোয়ালখালীতে ৩১, রাঙ্গুনিয়ায় ২৬, রাউজানে ১৬, ফটিকছড়িতে ১৮, হাটহাজারীতে ৫৬, সীতাকুণ্ডে ১৯১, মীরসরাইয়ে ২২ জন, সন্দ্বীপে আট ও কর্ণফুলীতে ১০৭ জন রোগী রয়েছেন।
Discussion about this post