হার্টবিট ডেস্ক
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক ‘এফেরেটিক’ মেশিন স্থাপন করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এই মেশিনের সাহায্যে সরাসরি রক্তের এফেরেসিস করে প্লাটিলেট ডেঙ্গু রোগীকে দিতে পারবেন দাতা। এ ছাড়াও রক্ত স্বল্পতাজনিত রোগীর বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রমেক হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রক্তদাতার ‘বি পজিটিভ’ প্লাটিলেট প্রসেসিংয়ের মাধ্যমে এফেরেটিক মেশিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রমেক হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জোবায়দা জান্নাত, মেডিকেল অফিসার ডা. মুফেক মাহমুদ, এফেরেটিক মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেডের নির্বাহী কর্মকর্তা ফাহাদিন বিন হাকিম ও নির্বাহী প্রকৌশলী আমির হোসেন।
এর আগে রক্ত পরিসঞ্চালন বিভাগে স্থাপিত মেশিনটি পরিদর্শন করেন রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান, উপপরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সর্বাধুনিক এ মেশিনটির মাধ্যমে প্রথমবারের মতো রক্ত স্বল্পতায় আক্রান্ত রোগীকে প্লাটিলেট দেওয়া হয় লালমনিরহাটের বড়বাড়ী এলাকার সাদেকুল ইসলামকে।
সাদেকুল ইসলাম বলেন, এর আগে আমি সাতবার রক্ত দিয়েছি। কিন্তু প্লাটিলেট দেওয়ার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। আমার নতুন একটি অভিজ্ঞতা হলো। সেইসঙ্গে এই মেশিনের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম প্লাটিলেটদাতা হতে পেরেছি। এতে আমি ভীষণ খুবই আনন্দিত।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. জোবায়দা জান্নাত বলেন, এখন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এফেরেটিক মেশিনের সাহায্যে প্লাটিলেট এফেরেটিক, স্টেমসেল সংগ্রহ (পিবিএসসি), থেরাপিউথিক প্লাজমা এক্সচেঞ্জ (টিপিই), সাইটো এফেরেটিক, সিসিপি করা যাবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্লাটিলেট প্রয়োজন হয়। আগে চারজনের কাছ থেকে রক্ত নিয়ে এফেরেসিস করে ডেঙ্গু রোগীকে প্লাটিলেট দিতে হতো। হাসপাতালে এফেরেটিক মেশিন স্থাপন করায় এখন সরাসরি ডেঙ্গু রোগীর জন্য একজনের কাছ থেকে প্লাটিলেট নেওয়া যাবে। এতে দাতার রক্ত দিতে হবে না। এফেরেটিক মেশিনের মাধ্যমে সরাসরি রক্তের এফেরেসিস করে ডেঙ্গু রোগীকে প্লাটিলেট দিতে পারবেন।
এফেরেটিক মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেড-এর এক্সিকিউটিভ অফিসার ফাহাদিন বিন হাকিম বলেন, দেশের বিভিন্ন হাসাপাতালে ৫১টি মেশিন রয়েছে, এরমধ্যে রংপুর বিভাগে এটি প্রথম স্থাপিত এফেরেটিক মেশিন। সরকারি হাসপাতালে রোগীরা খুবই সাশ্রয়ী মূল্যে এই মেশিনের মাধ্যমে সেবা নিতে পারবেন। কোনো বেসরকারি হাসপাতালে এফেরেটিক মেশিনে সেবা গ্রহণ অনেক ব্যয়বহুল।
Discussion about this post