হার্টবিট ডেস্ক
দেশের ২৩ সরকারি মেডিকেল, একটি ডেন্টাল কলেজ ও ৮টি বিশেষায়িত ইনস্টিটিউটের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ১৮৩টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৬ অক্টোবর মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে ২৩টি সরকারি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ এবং ৮টি বিশেষায়িত ইনস্টিটিউটে মেডিসিন বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে মোট ১৮৩টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
মঞ্জুরি পাওয়া স্থায়ী পদগুলোর মধ্যে ঢাকা মেডিকেলে ১৬, স্যার সলিমুল্লাহ মেডিকেলে ১০, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ১৪, চট্রগ্রাম মেডিকেলে ১০, ময়মনসিংহ মেডিকেলে ৯, রাজশাহী মেডিকেলে ১০, সিলেট ওসমানী মেডিকেলে ৯, রংপুর মেডিকেলে ৯, শের-ই-বাংলা মেডিকেলে ৯, খুলনা মেডিকেলে ৬, শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ৬, কুমিল্লা মেডিকেলে ৬, এম আব্দুর রহিম মেডিকেলে ৬, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ৬, পাবনা মেডিকেলে ৭, কক্সবাজার মেডিকেলে ৩, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৭, সাতক্ষীরা মেডিকেলে ৩, যশোর মেডিকেলে ৩, আবদুল মালেক উকিল মেডিকেলে ৪, কুষ্টিয়া মেডিকেলে ৩, শেখ সায়েরা খাতুন মেডিকেলে ৯ এবং শহীদ তাজউদ্দিন মেডিকেলে ৮টি পদ তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকা ডেন্টাল কলেজে ২টি এবং আটটি বিশেষায়িত ইনস্টিটিউটে মোট ৮টি পদ তৈরি করা হয়েছে।
এতে আরও বলা হয়, ‘অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। এর এক কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।’
Discussion about this post