হার্টবিট ডেস্ক
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. কাজী হামিদ আসগরের (৭০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো ওই শোক বার্তায় বলা হয়েছে, ‘বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৩টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের এক সন্তান ডা. কাজী ইরফান তরুণ নিউরোসার্জন।’
এতে আরও বলা হয়েছে, ‘ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ডা. কাজী হামিদ আসগর খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বিএমএ খুলনা শাখার সভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা শাখার আহ্বায়ক ও কার্যকরী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করে ছিলেন। পেশাজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এ চিকিৎসক।’
মরহুম অধ্যাপক ডা. কাজী হামিদ আসগরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে বিএমএ।
Discussion about this post