হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসে গবেষণায় ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পদক পেয়েছেন প্রতিষ্ঠানটির ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয় তাঁকে। এ বছর অধ্যাপক স্বপ্নীল ছাড়াও আরও ১৫ জনকে উন্নতমানের গবেষণার এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, বাংলাদেম মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন প্রমুখ।
Discussion about this post