হার্টবিট ডেস্ক
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল বাংলাদেশে প্রথমবারের মতো স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফিতে আক্রান্ত কোনো শিশুর জন্য জিন থেরাপি প্রদান করতে যাচ্ছে। যা আগামীকাল ২৫ অক্টোবর দুপুর ১২টায় প্রদান করা হবে।
রোববার (২৩ অক্টোবর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ, যা জেনেটিক কারণে হয়ে থাকে। বিগত শতকে এর কোনো চিকিৎসা ছিল না, যার কারণে সারা পৃথিবীতে অসংখ্য শিশু মৃত্যুবরণ করেছে। এ রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না, তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। কিন্তু শ্বাসতন্ত্রের ইনফেকশন এবং জটিলতার জন্য মৃত্যুবরণ করে। বর্তমানে একটি বহুজাতিক ঔষধ কোম্পানি নোভার্টিস ‘ওনাসেমনোজেন অ্যাবেপারভোভেক’ নামক এ রোগের জন্য সম্পূর্ণ নিরাময়যোগ্য জিন থেরাপি আবিষ্কৃত করেছে।যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) কর্তৃক স্বীকৃত এবং দুই বছরের কম বয়সী শিশুদের স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফির চিকিৎসায় ব্যবহার করা হয়।’
এতে আরও বলা হয়েছে, ‘চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল (প্রায় ২২ কোটি টাকা) বিধায় আমাদের দেশে এমন রোগী থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায় অনেক শিশু প্রতি বছর মারা যাচ্ছে। এমতাবস্থায় নোর্ভাটিস (বাংলাদেশ) লিমিটেডের সহায়তায় একটি গ্লোবাল প্রজেক্টের আওতায় এই মূল্যবান ঔষধটি আমাদের দেশের একটি শিশুকে প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডে আমাদের সম্পূর্ণ সহায়তা করেছে। এই ঔষুধটি উক্ত শিশুকে আগামী ২৫ অক্টোবর দুপুর ১২টায় প্রদান করা হবে ‘
‘বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এই চিকিৎসাটি (এসএমএ জিন রিপ্লেসমেন্ট থেরাপি) প্রদান করতে যাচ্ছে। এটি আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের জন্য একটি মাইলফলক বলে’, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post