ডা. নুসরাত সুলতানা লিমা
প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাধারণত মারাত্মক ডেঙ্গু জ্বরের উপসর্গ ২-৪ দিনের মধ্যে ডেভেলপ করে। এবারে ডেঙ্গির কিছু নতুন উপসর্গ দেখা দিয়েছে। সেগুলো হচ্ছে, ডায়রিয়া, নিউমোনিয়া ইত্যাদি। ডেঙ্গুর ৭টি সতর্কীকরণ চিহ্ন রয়েছে, যা দেখা দিলে অবশ্যই সতর্ক হবেন।
ডেঙ্গুর ৭টি সতর্কীকরণ চিহ্ন
১. প্রচণ্ড পেটে ব্যথা,
২. ক্রমাগত বমি,
৩. শরীরে পানি আসা,
৪. মাড়ি, নাক থেকে রক্তপাত হলে বা বমি বা পায়খানার সাথে রক্ত গেলে,
৫. অসম্ভব দুর্বলতা বা অস্থিরতা,
৬. যকৃৎ বা লিভার বড় হওয়া,
৭. প্লেটলেটের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি হেমাটোক্রিট বা এইচসিটি (লোহিত কণিকার সঙ্গে রক্তের পরিমাণের অনুপাত) বেড়ে যাওয়া।
একজন ডেঙ্গু রোগীকে ৭-১২ দিন পর্যবেক্ষণ করা উচিত। সাধারণত মারাত্মক ডেঙ্গু জ্বরের উপসর্গ ২-৪ দিনের মধ্যে ডেভেলপ করে। সাত দিনের মধ্যে মারাত্মক রোগের উপসর্গ দেখা না দিলে ধরে নেওয়া যায়, রোগী কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। প্রতি ২৪ ঘণ্টায় কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) টেস্টটি করতে হবে।
Discussion about this post