হার্টবিট ডেস্ক
স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণ ভালো হয়ে যায় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টায় অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ কর্তৃক আয়োজিত এক শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।
এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বয়স ২০ হলেই মেয়েরা সেল্ফ ব্রেস্ট স্ক্রিনিং অর্থাৎ নিজেরাই স্তন ক্যান্সার পরীক্ষা করতে পারেন। এজন্য সচেতনতা দরকার। ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষার জন্য সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ট্রেনিং প্রজেক্ট চলমান রয়েছে। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকরা প্রশিক্ষিত হয়ে রোগীদের সেবা দিচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সনোগ্রাফির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার নির্ণর করা যায়। তবে এ রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই ভালো। ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণ ভালো হয়ে যায়।
শোভাযাত্রায় নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল বারী, মেডিকেল অনকোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. সাঈদা শওকত, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন ও সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post