হার্টবিট ডেস্ক
বাংলাদেশে এমবিবিএস ও বিডিএস কোর্সে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পাঁচ বছরের নিয়মিত একাডেমিক কোর্স সম্পন্ন করার পর একই প্রতিষ্ঠান থেকে এক বছরের ইন্টার্নশিপও (Rotatory Internship) করতে হবে। গত ১৯ অক্টোবর বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
সংস্থাটির রেজিস্ট্রার (ইনচার্জ) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই নোটিসে আরও বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের পাঁচ বছরের নিয়মিত একাডেমিক কোর্স এবং এক বছরের রোটেটোরি (Rotatory) ইন্টার্নশিপসহ মোট ৬ বছর কোর্স সম্পন্ন করতে হবে। অর্থাৎ এমবিবিএস ও বিডিএস যে প্রতিষ্ঠান থেকে করা হবে, সেই প্রতিষ্ঠান থেকেই এক বছরের ইন্টার্নশিপ করতে হবে।’
বিএমডিসি থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের মতো বিদেশি স্নাতক শিক্ষার্থীদেরও নিবন্ধন প্রদান করা হয়। নিবন্ধিত বিদেশি চিকিৎসকরা ওয়ার্ক পারমিট সাপেক্ষে বাংলাদেশে প্র্যাক্টিস করার অনুমতি পাবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।
Discussion about this post