হার্টবিট ডেস্ক
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত ৮৬টি নন-ক্যাডার পদকে স্থায়ীভাবে ক্যাডার পদ হিসেবে সৃজন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের (পার-৪ অধিশাখা) যুগ্মসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত ৮৬টি নন-ক্যাডার পদকে ক্যাডার পদ হিসেবে স্থায়ীভাবে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’
এতে বলা হয়েছে, ‘এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৬.১০.২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৫৯.১৫.০০১.১৭(অংশ-১)-২৮৫ নং স্মারক, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ শাখার ০৭.১২.২০২১ তারিখের ০৭.০০.০০০০.১৫৬.১৫.০৭.২০১৯-৭৯৮ নং স্মারক, অর্থ বিভাগের বাস্তবায়ন-৩ অধিশাখার ০৫.০১.২০২২ তারিখের ০৭.০০.০০০০.১৬৩.৪৫.০০৩.১৮-০৬ নং স্মারকে প্রদত্ত সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২১.০৮.২০২২ তারিখে অনুষ্ঠিত ২০২২-২৩ অর্থ বছরের ২য় সভার সুপারিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘বিদ্যমান টিওএন্ডইতে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্তির পর পদগুলো স্থায়ী হিসেবে চিহ্নিত করে টিওএন্ডই হালনাগাদ করতে হবে এবং হালনাগাদকৃত টিওএন্ডই-এর এক কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। উল্লিখিত কর্মকর্তাদের যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড হতে মিটানো হবে।’
এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে’, আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post