ডাঃ মাহমুদ উল্লাহ্ ফারুকী, এমবিবিএস, বিসিএস, এম এস( নাক,কান , গলা)
পেরিকনড্রাইটিস এটা হল বহিঃকর্ণের প্রদাহ যেখানে কানের চামড়া থেকে শুরু করে নরম হাড় পর্যন্ত প্রদাহের কারনে নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা এই ধরনের রোগী পাই যারা কান ফোঁড়ানোর সময় কিংবা কিছুতে আঘাত হয়ে পেরিকনড্রাইটিস এ আক্রান্ত হয়…
পেরিকনড্রাইটিস কাদের হয়?
১) মেয়েদের কান ফোঁড়ানোর সময় নরম হাড়/তরুনাস্থি ক্ষতিগ্রস্ত হলে
২) কানে আঘাত পেলে
৩) কানে রক্তজমাট বাধার পর সেখানে সংক্রমণ হলে
৪) আগুনে পুড়ে গেলে
৫) বহিঃকর্ণে অস্ত্রোপচার করার সময় নরম হাড় আঘাতপ্রাপ্ত হলে
পেরিকনড্রাইটিস এর উপসর্গসমুহ:
১) কানে প্রচন্ড ব্যাথা হয়
২) কানের রং লালবর্ণের হয়ে হয়ে যায়
৩) কান ফুলে যায়
৪) বহিঃকর্ণের চামড়ার নিচে পুঁজ জমে যেতে পারে
৫) কানের নরম হাড় ও যদি সংক্রমিত হয় তাহলে তা ফেলে দিতে হয় যার কারনে কানের আকার পরিবর্তন হয়ে যায়
চিকিৎসা:
১) পুঁজ না হলে, শুধু মুখে বা শিরায় এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা কথা যায়
২) পুঁজ হলে তা চামড়া কেটে বের করে দিতে হয়
৩) নরম হাড়ও যদি সংক্রমিত হয় তাহলে সংক্রমিত অংশ কেটে ফেলে দিতে হয় যার কারনে কানের আকার পরিবর্তন হয়ে যায়
৪) বিকল্প হিসেবে অনেকে চামড়া না কেটে শুধু ফোঁড়ার মধ্যে ইনজেকশনের মাধ্যমে এন্টিবায়োটিক দেয়ার কথা বলেন যা সবসময় সফল না ও হতে পারে।
পেরিকনড্রাইটিস এড়াতে করনীয় কি?
১) ***মেয়েদের কান ফোঁড়ানোর সময় খেয়াল রাখতে হবে যাতে বহিঃকর্ণের যে অংশে নরম হাড় রয়েছে তা যাতে আঘাতপ্রাপ্ত না হয়। সম্ভব হলে কোন নাক-কান-গলা বিশেষজ্ঞ দিয়ে কান ফোঁড়ানো যেতে পারে।
২) বহিঃকর্ণে আঘাতপ্রাপ্ত হলে দ্রুত চিকিৎসা করতে হবে।
৩) কান পুড়ে গেলে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেয়া উচিত।
৪) কানে রক্তজমাট বাধলে জীবনুমুক্ত পদ্ধতিতে তা বের করা উচিত।
শেষ কথা…
১) পেরিকনড্রাইটিস বা বহিঃকর্ণের প্রদাহ একটি বিভীষিকাময় রোগ, কারন এই রোগ যাদের হয় তাদের নিয়মিত ড্রেসিং করতে হয় যা অত্যন্ত বেদনাদায়ক। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে। কানের নরম হাড় ক্ষতিগ্রস্ত হলে কানের আকার পরিবর্তন হয়ে যায়, যার কারনে চেহারার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
২) মেয়েদের কান ফোঁড়ানোর ক্ষেত্রে সাবধান হোন, সম্ভব হলে এক্ষেত্রে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের দ্বারস্থ হোন।
লেখক- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন হিসেবে কর্মরত আছেন।
চেম্বার: পার্কভিউ হাসপাতাল, চট্টগ্রাম ফোন: 01976-022111, 01976-022333
Discussion about this post