হার্টবিট ডেস্ক
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ফার্মড পুলিশ ইউনিটের (এফপিও) চিকিৎসাসেবায় যোগ দিতে যাচ্ছে আটজন চিকিৎসক।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ফার্মড পুলিশ ইউনিটে (এফপিও) প্রেরণের জন্য নিম্নবর্ণিত চিকিৎসকগণের চাকরি নির্দেশক্রমে জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হলো।’
যেসব চিকিৎসক যাচ্ছেন শান্তি মিশনে, রাজশাহী মেডিকেল কলেজের প্রভাষক ডা. এম ডি মোজাম্মেল হক (১২৮১১৫), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সদর ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহিম হাসান (১৩১৬৪৯), কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্যাথলজিস্ট ডা. নিলুফার ইয়াসমিন নিলি (১১২৭১৪), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ট্যাংগাবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. চাঁদ সুলতানা (১৩০০৫৫), স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. আখতারুজ্জামান (১২৮৮০১), ডা. মো. শামসুজ্জামান সুমন (১৩২৫৬৮), ডা. তাসমী আজাদ (১৩০০৯৪) ও ডা. উম্মে আয়েশা (১৩২৯৭৫)।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post