হার্টবিট ডেস্ক
স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারীই মারা যান বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে স্তন ক্যান্সার নিয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান তাঁরা।
চিকিৎসকরা আরো বলেন, বিশ্বজুড়ে স্তন ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে শতকরা ১২ দশমিক ৬ ভাগ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং শতকরা ৭০ ভাগ আক্রান্ত নারী স্তন ক্যান্সারে মৃত্যুবরণ করছেন। এ ব্যয়বহুল রোগে নারী মৃত্যুর বিষয়টি দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোগীদের সচেতনতার অভাব ও ক্যান্সার আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের গাইনী অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ডা. রহিমা খাতুন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ডা. ফ্লোরা শাহীন আক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. স্বপন কুমার নাথ, গাইনী বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া।
Discussion about this post