হার্টবিট ডেস্ক
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৫৩৭ জন এবং ঢাকার বাইরে ৩৫৯ জন চিকিৎসাধীন আছেন।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ১৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫২টি হাসপাতালে দুই হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ১৫ জন।
এতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৮ হাজার ৬৯৮ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৬০০ জন এবং ঢাকার বাইরে আট হাজার ৯৮ জন।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৪১৪ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৭৬ জন ও ঢাকার বাইরে সাত হাজার ৩৮ জন।
Discussion about this post