হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস রেডিওলজি এন্ড ইমেজিং ২য় পর্ব পরীক্ষার্থীদের মক (ওএসপিই, আইওই,লং কেস ও শর্ট কেস এক্সাম) পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস)এফসিপিএস রেডিওলজি এন্ড ইমেজিং ২য় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী মক (ওএসপিই, আইওই,লং কেস ও শর্ট কেস এক্সাম) পরীক্ষা আগামী ২৯ অক্টোবর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত বিসিপিএসে সশরীরে অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘উক্ত কোর্সে অংশগ্রণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর ১,০০০/-(এক হাজার) টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।’
Discussion about this post