হার্টবিট ডেস্ক
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত ৬২ শতাংশই ২০ বছরের বেশি বয়সের। মোট আক্রান্তের মধ্যে এক থেকে চার বছর বয়সের ৬ শতাংশ, পাঁচ থেকে নয় বছরের ১০ শতাংশ, ১০ থেকে ১৪ বছরের ১০ শতাংশ ও ১৫ থেকে ১৯ বছরের ১১ শতাংশ মানুষ রয়েছেন।
এ ছাড়া ডেঙ্গুতে নারীদের আক্রান্ত হওয়ার হার বেশি। মোট আক্রান্তের ৫৯ দশমিক পাঁচ শতাংশ নারী, ৪০ দশমিক ৫ শতাংশ পুরুষ।
চিত্রে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তুলনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি। মোট আক্রান্তের ৪৩ দশমিক ৪ শতাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। অন্যদিকে ঢাকা উত্তরে ৪১ দশমিক ১ শতাংশ ও ঢাকার বাইরে ১৫ দশমিক পাঁচ শতাংশ।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (১৭ অক্টোবর) সারাদেশে মৃত্যু হয়েছে দুই জনের। এ ছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন রোগী। গত ১৬ অক্টোবর মৃত্যু হয়েছে পাঁচ জনের। এ ছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৫২৩ জন এবং ঢাকার বাইরে ৩৩২ জন চিকিৎসাধীন আছেন।
এর আগে ১৫ অক্টোবর মৃত্যু হয়েছে ছয় জনের। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৪ জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।
Discussion about this post