হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ মেয়াদের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সৌমিক বড়ুয়া ও ডা. মুশফিকুন ইসলাম আরাফ।
২০২১-২২ মেয়াদের সভাপতি ডা. তানভীর ও ও সাধারণ সম্পাদক ডা. খোরশেদের নেতৃত্বে গত ১৫ অক্টোবর কার্যকরী পরিষদের এক জরুরি সভায় নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডা. তানভীর-ডা. খোরশেদ কার্যকরী পরিষদ, ২০২১-২২, ১৫-১০-২২ তারিখের এক জরুরি সভায় এ সিদ্ধান্তে উপনীত হয় যে, ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর, ২০১২ ইং তারিখ হতে নতুন কমিটি ডা. সৌমিক-ডা. আরাফ কার্যকরী পরিষদ, ২০২২-২৩ কে অনুমোদন দেওয়া হলো।’
‘নতুন অনুমোদিত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর, ২০২২ হতে শুরু করবেন। এর পূর্বকাল পর্যন্ত (নভেম্বর, ২০২২ পর্যন্ত) ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সকল সাংগঠনিক কার্যক্রম বর্তমান ডা. তানভীর-ডা. খোরশেদ কার্যকরী পরিষদ, ২০২১-২২’র অধীনে অনুষ্ঠিত হবে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
অর্থ সম্পাদক: ডা. নেয়ামত উল্লাহ নাইম
দপ্তর সম্পাদক: ডা. অনুপম দেবনাথ
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ডা. অনীক রয়
প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক: ডা. মাহতাব উদ্দীন প্রীতম
রোগী-কল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. তীর্ঘম দাশ
রোগী-কল্যাণ বিষয়ক উপ-সম্পাদক: ডা. ফয়সাল চৌধুরী
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ডা. মো. আজমল হোসেন সাব্বির
তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক: ডা. সাইফুল ইসলাম মামুন
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ডা. আনিকা আলভী
সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক: ডা. অরিত্রী চৌধুরী
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক: ডা. জয় চৌধুরী
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক: ডা. মো. মোসলেহ উদ্দীন
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: ডা. ইজাজুল করিম মুহিত
শিক্ষা ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক: ডা. মো. সাজিদ হোসাইন
ক্রীড়া সম্পাদক: ডা. শেখ রাসেল
ক্রীড়া উপ-সম্পাদক: ডা. মো. তামিম
আপ্যায়ন বিষয়ক সম্পাদক: ডা. হোসাইন আহমেদ ফাহিদ
আপ্যায়ন বিষয়ক উপ-সম্পাদক: ডা. প্রমা ধর
ডা. মিজান হোস্টেল বিষয়ক সম্পাদক: ডা. মোস্তফা শাকিল
ডা. মিজান হোস্টেল বিষয়ক উপ-সম্পাদক: ডা. সঞ্জীব চৌধুরী
ডা. জান্নাত হোস্টেল বিষয়ক সম্পাদক: ডা. হাসনা হেনা
ডা. জান্নাত হোস্টেল বিষয়ক উপ-সম্পাদক: ডা. জেবা ফাহমিদা, ডা. অনন্যা ভৌমিক ও ডা. সানজিদা হক ইতু।
কার্যকরী সদস্য
১. ডা. তাফসিরুল ইসলাম, ২. ডা. উম্মে সালমা লামিয়া, ৩. ডা. মাহজামিন মৌ, ৪. ডা. নাইম উদ্দীন সাব্বির, ৫. ডা. মুশফিকুল হক, ৬. ডা. মো. বোরহান উদ্দীন, ৭. ডা. সাকিয়া বিনতে নূর, ৮. ডা. তাওসিফুল ইসলাম, ৯. ডা. সূচী মুখার্জী, ১০. ডা. নুসরাত জাহান মুমু, ১১. ডা. মোহসেনুল করিম (সানজির), ১২. ডা. আল মোমিন মুন্না, ১৩. ডা. ফারজানা ইয়াসমিন, ১৪. ডা. উম্মে সায়মা রোশনী, ১৫. ডা. রুবাইয়াত-ই-ইসলাম অর্চি, ১৬. ডা. সাবরিনা রাসূল।
Discussion about this post