হার্টবিট ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) ফেইজ-বি‘র রেসিডেন্ট ডা. আসাদ শিকদার।
আজ রোববার (১৬ অক্টোবর) রাতে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি তাঁর সহকর্মী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) পালমোনলজির ফেইজ-বি‘তে অধ্যয়নরত ডা. মুশফিক নেওয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে সকালে ভর্তি হয়েছিলেন। দুপুরে তীব্র বিভ্রান্তিকর অবস্থা হয়। সর্বশেষ তাঁর প্লাটিলেট গণনা করা এক লাখ ১০ হাজার। পরে সন্ধ্যায় মারা যান তিনি।
জানা গেছে, মানিকগঞ্জের এই কৃতি সন্তান ডেঙ্গি ও এনসেফালাইটিস এ আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সকাল ৮টায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অ্যাজমা সেন্টারের সামনে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Discussion about this post